আমার চোখে "বন্ধুত্ব" এবং "সহোপাঠি"

লিখেছেন লিখেছেন জিহর ২৬ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:১৪:২৫ রাত

ক্লাসমেট, আর ফ্রেন্ড এক জিনিস না...

ক্লাসের সবাইকে বন্ধু ভাবাটা একটা প্রচলিতো ভুল...

যেটা ক্রমেই ব্যাপক হচ্ছে ...

বন্ধু তো হলো সে,

যার সাথে হৃদয়ের বন্ধন...!

যে কারনে ছেলে মেয়েতে বন্ধুত্ব হয় না...!

যদি কোন হাজি সাহেব, বা সুফি দরবেশ এটা দাবি করেন যে বিপরীত লিঙ্গের সাথে "বন্ধুত্ব" সম্ভব...!

তবেই আমি মানবো...!

কিন্তু তার "সাধুগিরী"র উপর একটা প্রশ্নবোধক চিহ্ন সমেত...!

সেদিন এক ছোটভাই কে খুব কাঁদতে দেখলাম...! ছেলে মমানুষের কান্নাকাটি বে-মানান, তাই কৌতুহল বসতো জিজ্ঞেস করলাম হহেতু ককি..?

আমার সাথে একটু ফ্রি মাইন্ডের...!

তাই হয়তো আকপটে বলে ফেললো যে, পেমিকার (মানে ক্লাসমেট+বন্ধু+প্রেমিকা) বিয়ে হয়ে যাচ্ছে ! অথচো এখনো এই ছোটভাইটা বলেইনি যে, তাকে ও ভালোবাসে...!

এরকম ঘটনার ক্ষেত্রে বিভিন্ন ব্যাক্তিগতো ব্যাখ্যা আপনার, আমার প্রত্যেকের কাছেই আছে...! কিন্তু যাই বলুন না কেন...! সত্য ওটাই যে, ছেলে মেয়ে বন্ধুত্ব অসম্ভব ...!

বিষয়: বিবিধ

৭৪৫ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

382021
২৬ ফেব্রুয়ারি ২০১৭ সকাল ০৯:০৭
হতভাগা লিখেছেন : বন্দুত্ব হচ্ছে Give and take এর ব্যাপার । এখানে পরষ্পর পরষ্পরকে উপকার করে , সঙ্গ দেয় নিজের সাধ্যমত । এখানে Win - win situation থাকবে।

যে সম্পর্কে একজন শুধু দিয়েই যাবে আর আরেকজন শুধু কেবল নিয়েই যাবে , সেটা বন্ধুত্ব না । সেটা দাসত্ব।
382273
১৬ মার্চ ২০১৭ সকাল ০৬:৫৭
জিহর লিখেছেন : আপনার কথাটা সত্যি ভালো লাগলো,

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File